Falaq Foundation
দাতা ও সাধারণ সদস্যপদ

আহ্বান

ফালাক ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও দাতব্য সংস্থা, যা ২০২৪ সালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে প্রতিষ্ঠিত এবং ট্রাস্ট আইন ১৮৮২-এর অধীনে নিবন্ধিত। ‘ফালাক’ শব্দটি পবিত্র কুরআনের সূরা আল-ফালাক থেকে নেওয়া, যা অশুভ থেকে মুক্তির প্রার্থনা হিসেবে সমাদৃত। ফালাক শব্দের অর্থ ‘ভোর’ বা ‘প্রভাত’। যেমন আলো অন্ধকারকে দূর করে, তেমনি ফালাক ফাউন্ডেশন সমাজ থেকে অসঙ্গতি দূর করে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে।

আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধের সঙ্গে একমত যেকোন ব্যক্তি ফাউন্ডেশনের দাতা সদস্য ও সাধারণ সদস্য হিসেবে যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিম্নের আবেদন ফর্মটি পূরণ করুন অথবা কল দিন।

সদস্যপদের ধরন

১. দাতা সদস্য: এককালীন সর্বনিম্ন ৫০,০০০ টাকা বা সমপরিমাণ নিঃস্বার্থ অনুদান দিয়ে, সংঘবিধির ১০(গ) ধারা অনুযায়ী দাতা সদস্য হিসেবে যুক্ত হওয়া যায়। দাতা সদস্য ফাউন্ডেশনের একজন সম্মানীয় শুভাকাঙ্খী।
২. সাধারণ সদস্য: এককালীন ৫০০ টাকা সদস্য ফি এবং মাসিক সর্বনিম্ন ১০০ টাকা অনুদান দিয়ে সংঘবিধির ১০(ঘ) ধারা অনুযাযী সাধারণ সদস্য হওয়া যায়। সাধারণ সদস্যগণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহযোগী হিসেবে বিবেচ্য হবেন।
প্রধান কার্যালয়
ফালাক একাডেমি ক্যাম্পাস,
জসিম বাজার, সৈয়দপুর টাউন,
নীলফামারী জেলা, বাংলাদেশ।
প্রয়োজনীয় লিঙ্ক
সোস্যাল মিডিয়া