৬ সেপ্টেম্বর ২০২৫: ফালাক ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে অর্ধশতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষকে একবেলা উন্নতমানের দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের উপকণ্ঠে জসিম বাজার এলাকার সরদার কনভেনশন সেন্টারে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অসহায় মানুষদের সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ইমাম ও সুধীজন উপস্থিত থেকে দরিদ্র অতিথিদের হাতে খাবার পরিবেশন করেন। পরিবেশিত খাবারের মেন্যুতে ছিল সাদা পোলাও, মুরগীর রোস্ট, টিকিয়া, ডিম, ডাল, সালাত, দই ও কোমল পানীয়। এতে মোট ৫২ জন গরীব, অসহায় ও দুস্থ মানুষ অংশ নেন।
আয়োজনের আগে ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টির জেনারেল সেক্রেটারি মাহমুদ জামান। বিশেষ বক্তব্য রাখেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মুফতি মো. রেজাউল করিম। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা হযরত মাওলানা মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. আতিয়ার রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ট্রাফিক বিভাগের পরিদর্শক মাহফুজার আলম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, ব্যবসায়ী আজহারুল সরকার রানা, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।
বোর্ড অব ট্রাস্টির জেনারেল সেক্রেটারি মাহমুদ জামান বলেন—
“সমাজের সামর্থ্যবানরা প্রতিদিন কিংবা প্রায়শই উন্নতমানের খাবার উপভোগ করেন। কিন্তু অসহায় মানুষেরা অনেক সময় ছয় মাসেও একবার ভালো খাবার খেতে পারেন না। তাই আজকের এই আয়োজন শুধুমাত্র তাদের জন্য।”
https://www.facebook.com/ccnews24com/videos/4085869311677532/