Falaq Foundation

আমাদের কার্যক্রম

ফালাক একাডেমি

ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমি একটি আধুনিক ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে জাতীয় শিক্ষাক্রম ও ইসলামী পাঠ্যপুস্তকের সমন্বিত সিলেবাসে পাঠদান করা হয়। একাডেমিক কার্যক্রম -
• স্কুল শাখা • নূরানী, নাজেরা এবং হিফজুল কুরআন প্রোগ্রাম • ভাষা শিক্ষা প্রোগ্রাম
• কলেজ শাখা (প্রস্তাবিত) • কিতাব, ইফতা, হাদিস, তাখাল্লুস ফিকহ ও তাফসির গবেষণা বিভাগ (প্রস্তাবিত)

শিক্ষা ও দাওয়াহ কর্মসূচি

ফালাক ফাউন্ডেশন বিশ্বাস করে, জ্ঞান ও আখলাকের সমন্বিত চর্চার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই আমাদের শিক্ষা ও দাওয়াহ কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিশু, কিশোর, তরুণ ও প্রাপ্তবয়স্ক তথা সকল স্তরের মানুষ জ্ঞানচর্চা ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান।
• শিশুদের জন্য মর্নিং ও আফটার স্কুল মক্তব প্রকল্প। • বড়দের জন্য দিবা ও নৈশকালীন মক্তব প্রকল্প।
• সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ইসলামী কনফারেন্স। • অনলাইন ভিত্তিক দাওয়াহ কার্যক্রম।
• সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা। • আত্মসমালোচনা সেশন।

চ্যারিটি কর্মসূচি

মানবিক সহায়তা ও সমাজকল্যাণে অবদান রাখতে ফালাক ফাউন্ডেশন নানামুখী দাতব্য কর্মসূচি পরিচালনা করে আসছে। আমাদের উল্লেখযোগ্য কার্যক্রম —
• অসহায় ও দরিদ্রদের মাঝে নিয়মিত খাদ্য ও পোশাক বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম।
• মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, আবাসন প্রভৃতি তৈরিতে সহযোগিতা প্রদান।

যাকাত ব্যবস্থাপনা কর্মসূচি

আমরা যাকাত প্রদানকারী ও গ্রহণকারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে দরিদ্রতা হ্রাস করছি এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখছি-
• ইসলামী নীতিমালা অনুসারে যাকাত সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করা।
• এতিমখানা ও বৃদ্ধাশ্রম পরিচালনায় সহযোগিতা করা।
• গরিবদের মাঝে উপার্জন-উপকরণ বিতরণ করা (প্রস্তাবিত)।

পরিবেশ ও জীববৈচিত্র্য কর্মসূচি

আমরা প্রকৃতি সংরক্ষণ, সবুজ পরিবেশ গড়ে তোলা এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করি। পরিবেশবান্ধব সমাজ গঠনে সচেতনতা তৈরি আমাদের প্রধান লক্ষ্য। আমাদের উল্লেখযোগ্য কার্যক্রম:
• বৃক্ষরোপণ অভিযান
• পরিবেশ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি
• প্রাণী ও পাখির সংরক্ষণে সহায়তা

ফালাক ফাউন্ডেশন ইসলামিক রিসার্চ সেন্টার

একটি গবেষণা প্রতিষ্ঠান, যা ইসলামি জ্ঞানের মৌলিক চর্চা, সমসাময়িক চ্যালেঞ্জের শরঈ বিশ্লেষণ এবং সমাজবান্ধব দাওয়াহ-ভিত্তিক চিন্তার বিকাশে কাজ করে। রিসার্চ সেন্টারটি কুরআন ও সুন্নাহর আলোকে গবেষণার মাধ্যমে একটি সচেতন, নৈতিক ও আলোকিত সমাজ নির্মাণে কাজ করছে।

স্বাস্থ্য কর্মসূচি

সুস্থ জনগোষ্ঠী গঠনই একটি সমৃদ্ধ সমাজের অন্যতম ভিত্তি। তাই ফালাক ফাউন্ডেশন স্বাস্থ্যসেবাকে মানবিক সহায়তা ও সমাজকল্যাণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। আমরা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য প্রকল্প—
• বিনামূল্যে চিকিৎসা শিবির ও ওষুধ সরবরাহ।
• কমিউনিটি হাসপাতাল, কিডনী ডায়ালাইসিস সেন্টার ও নার্সিং কলেজ প্রতিষ্ঠা (প্রস্তাবিত)।

ইসলামী ক্ষুদ্রঋণ ও বিনিয়োগ কর্মসূচি (প্রস্তাবিত)

এই কর্মসূচিতে সম্পূর্ণ সুদমুক্ত ও শরঈ মানদণ্ডে উপযোগী ঋণ ও বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়, যা উপকারভোগীদের ব্যবসা, কৃষিকাজ, হস্তশিল্প, গবাদিপশু পালন বা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ করে দেয়া হবে।

দক্ষতা উন্নয়ন কর্মসূচি (প্রস্তাবিত)

এই কর্মসূচির মাধ্যমে যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীকে সময়োপযোগী ব্যবহারিক দক্ষতায় প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। উল্লেখযোগ্য ট্রেড – বেসিক কম্পিউটার, ড্রাইভিং, গ্রাফিক্স ডিজাইন, সেলাই, পশুপালন প্রভৃতি।
প্রধান কার্যালয়
ফালাক একাডেমি ক্যাম্পাস,
জসিম বাজার, সৈয়দপুর টাউন,
নীলফামারী জেলা, বাংলাদেশ।
প্রয়োজনীয় লিঙ্ক
সোস্যাল মিডিয়া