শিক্ষা ও দাওয়াহ কর্মসূচি
ফালাক ফাউন্ডেশন বিশ্বাস করে, জ্ঞান ও আখলাকের সমন্বিত চর্চার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই আমাদের শিক্ষা ও দাওয়াহ কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিশু, কিশোর, তরুণ ও প্রাপ্তবয়স্ক তথা সকল স্তরের মানুষ জ্ঞানচর্চা ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান।
• শিশুদের জন্য মর্নিং ও আফটার স্কুল মক্তব প্রকল্প। • বড়দের জন্য দিবা ও নৈশকালীন মক্তব প্রকল্প।
• সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ইসলামী কনফারেন্স। • অনলাইন ভিত্তিক দাওয়াহ কার্যক্রম।
• সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা। • আত্মসমালোচনা সেশন।